কলেজের ইতিহাস

১৯৯৩ সালে জাতীয় সংসদ সদস্য মোঃ শহীদুল ইসলাম এর পৃষ্টপোষকতায় পৌর মেয়র মরহুম একে এম সিরাজুল হক (সিরুমিয়া), বিদ্যোৎসাহী জনাব আলহাজ¦ মোঃ আব্দুস সাত্তার বিশ্বাস ও স্থানীয় সুধীজনের প্রচেষ্টায় নির্মিত হয় কোটচাঁদপুর পৌর কলেজ। কলেজটি কোটচাঁদপুর পৌরসভার অর্ন্তগত দর্শনা-ঢাকা মহাসড়কের পার্শ্বে কাশিপুর মৌজায় অবস্থিত। কোটচাঁদপুর পৌর কলেজ প্রতিষ্ঠায় কাশিপুর গ্রামের মোঃ আব্দুস সাত্তার বিশ্বাস, এবং সলেমানপুর গ্রামের জনাব কামালুজ্জামান গং জমিদান দান করেন। মাওলানা মোঃ ফজলুর রহমান, মরহুম আব্দুল করিম বিশ্বাস, মোঃ আব্দুল সামাদ বিশ্বাস জমি প্রদান করেন। অতঃপর সর্বস্তরের লোকজনের সমন্বয়ে জনাব আলহাজ¦ মোঃ আব্দুস সাত্তার বিশ্বাসকে আহবায়ক করে ২২/০১/২০০৩ খ্রিষ্টাব্দে ৭১ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কলেজটি ৬ সেপ্টেম্বর ২০০৩ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর কর্তৃক প্রাথমিক অনুমোদন প্রাপ্ত হয় এবং ১লা জুলাই ২০০৫ খ্রিষ্টাব্দে একাডেমিক স্বীকৃতি লাভ করে। ২০০৪ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত এইচ এস সি ব্যবসায় ও ব্যবস্থাপনা (বিএম) স্বীকৃতি লাভ করেন এবং সুনামের সাথে উক্ত শিক্ষাক্রম পরিচালিত হয়ে আসছে। ঝিনাইদহ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং অধ্যাপক ফারজেল হোসেন মন্ডল (সভাপতি থাকাকালীন) তৎকালীন আওয়ামীলীগ সরকার কর্তৃক ০১/০৫/২০১০ খ্রিষ্টাব্দে কলেজটি এম,পি,ও ভূক্ত হয়। বর্তমান গভর্নিংবডি ও অধ্যক্ষ মোঃ হুমায়ূন এবং সুদক্ষ শিক্ষক- কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টায় সুনামের সাথে কলেজটির সকল কার্যক্রম চালু আছে। বর্তমানে অত্র কলেজে ২৮ জন শিক্ষক ও ১২জন কর্মচারী কর্মরত আছেন।

সাধারণ তথ্য

প্রতিষ্ঠাকাল -১৯৯৩
কার্যক্রম শুরু -২০০৩
কলেজ এমপিও ভুক্ত– ০১-০৫-২০১০
ভূমির পরিমাণ– ১৫০ শতক
ভবন-একটি দি¦তল,দুইটি একতলা ভবন
কলেজের ইআইআইএন– ১১৬৬৭৪
এমপিও কোড– ৫৬০৪০৪৩১০১